এই প্রজন্মের সম্ভাবনাময়ী তরুণীদের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার লক্ষ্যে এসিআই স্যান্ডাল সোপ ক্যালেন্ডার গার্লস ২০১৯ নামে দেশব্যাপী একটি প্রতিযোগিতা আয়োজন করেছে।
আগ্রহী প্রতিযোগীরা প্রাথমিকভাবে তাদের সেরা ছবিগুলো এসিআই স্যান্ডাল সোপ-এর ফেসবুক এবং ইন্সটাগ্রাম পেইজে জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিভিন্ন গ্রুমিং সেশন এর মাধ্যমে ৬ জন বিজয়ী ঘোষণা করা হবে যারা সুযোগ পাবে এসিআই স্যান্ডাল সোপ-এর এক্সক্লুসিভ ক্যালেন্ডার-এ নিজেদের মডেল হিসেবে উপস্থাপন করতে।
অংশগ্রহণের শেষ তারিখ ১৮ নভেম্বর, ২০১৮ এবং বয়সসীমা ১৮-২৬ বছর। প্রতিযোগিতার বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজ facebook.com/acisandalsoap/ এবং ইন্সটাগ্রাম পেইজ instagram.com/acisandalsoap/
বিডি প্রতিদিন/ফারজানা