Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ নভেম্বর, ২০১৮ ০৩:৫১
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮ ০৩:৫৩

সিম্ফনি মেগা ধামাকা অফারে বাইক জিতলেন ফরিদুল

প্রেস বিজ্ঞপ্তি

সিম্ফনি মেগা ধামাকা অফারে বাইক জিতলেন ফরিদুল

'সিম্ফনি মেগা ধামাকা অফার' শিরোনামে আকর্ষণীয় একটি ক্যাম্পেইন চালু করেছে সিম্ফনি। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন এর স্লোগান হচ্ছে, 'হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!'

এরই মধ্যে বাংলাদেশ এর বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০ জন এর মতো জিতে নিয়েছেন বিমান টিকেট এবং মোটরবাইক। 

সিম্ফনি মেগা ধামাকা অফার এর তৃতীয় সপ্তাহে মিরপুরের শাহ আলী প্লাজা থেকে আই৭৫ হ্যান্ডসেটটি কিনে মোটরবাইক জিতে নেন জনাব ফরিদুল ইসলাম। 

এছাড়াও সাভার থেকে আই৭৫ হ্যান্ডসেট কিনে কলকাতার টিকেট পান জনাব মাসুম বিল্লাহ, ঢাকার গুলশান থেকে জেড১০ হ্যান্ডসেটটি কিনে বালীর টিকেট পান জাকির হোসাইন, সদরঘাট থেকে আই৭৫ হ্যান্ডসেটটি কিনে কলকাতার টিকেট পান মামুন হোসাইন এবং ঢাকার উত্তরা থেকে নেপালের টিকেট পান ইমদাদুল হক মিলন। 

বিজয়ীদের হাতে তাদের পুরষ্কার তুলে দেন সিম্ফনির হেড অব এইচ আর, জনাব আহমেদ পাশা। এসময় গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দারুণ এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণ করতে চাইলে কিংবা বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসতে পারেন সিম্ফনির অফিসিয়াল ওয়েবসাইট (http://symphony mobile.com) অথবা সিম্ফনির ফেসবুক পেইজ (https://www.facebook.com/symphonymobile) থেকে।  

বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/আরাফাত


আপনার মন্তব্য