গুডনেইবারস্ বাংলাদেশ গুলশান ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রজেক্ট আয়োজিত ‘চাইল্ড রাইটস এডভোসেসি একটিভিটি এক্সিবিশন-২০১৮ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি প্রধান অতিথি ও বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি সৈয়দ আলমাস কবির বিশেষ অতিথি ছিলেন।
তারা গুড নেইবারস্ বাংলাদেশ ও KOICA শিশুদের ট্যাবলেট পিসি ব্যবহার করে ছবি তোলা, ছবি এডিটিং, ভিডিও চিত্র ধারণ ও শিশু অধিকার এ্যাপ্লিকেশন ব্যবহার করে শিশু পাচার, শিশু যৌন নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম ইত্যাদি বিষয়ে সচেতনতা একই সাথে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে যে কার্যক্রম পরিচলনা করে থাকে তার প্রশংসা করেন।
অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশুদের আইসিটি বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহিত নানা দিক তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন