চিকিৎসা, ভ্রমনসহ নানা সুযোগ-সুবিধা নিয়ে চালু করা হলো সুপার স্মার্ট কার্ড। কার্ডটির উদ্বোধন করেন ভারতের বিভিন্ন হাসপাতাল থেকে আসা কয়েকজন প্রতিনিধি ও বিশেষজ্ঞ ডাক্তার। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুপার স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জেনেসিস হাপাতালের প্রতিনিধি ডা: পুর্ণেন্দু রায় বলেন, ভারতে চিকিৎসার জন্য গিয়ে আর যেন কোন বাংলাদেশের নাগরিককে প্রতারিত হতে না হয় সেজন্যই সুপার স্মার্ট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। সকল ক্ষেত্রেই নির্দিষ্ট পরিমান ছাড়ও দেওয়ার কথা জানান এই বিশেষজ্ঞ ডাক্তার।
অনুষ্ঠানে হায়দ্রাবাদের যাশোদা হাসপাতালের প্রতিনিধি রানা ভট্রাচার্জ, চেন্নাইয়ের গ্লোবাল হাসাপাতলের প্রতিনিধি কাজী গিয়াস উদ্দিন, কেরালার মাহার আয়ুর্বেদিক এর প্রতিনিধি অনিতা রায়, মার্সি হাপাতালের সুমিত ব্যানার্জি, জিডি হাসপাতাল এন্ড ডায়বেটিক সেন্টারের প্রতিনিধি কল্যাণ রায় উপস্থিত ছিলেন।
প্রাথমিক অবস্থায় ভারতের বিভিন্ন প্রদেশের দুইশটির বেশি হাসপাতাল, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্টসহ বিভিন্ন শপিং মলে এই সুপার স্মার্ট কার্ডটি ব্যবহার করে সুবিধা গ্রহন করা যাবে বলে জানান সুপার স্মার্ট কার্ডের প্রতিনিধি অর্নিবান দত্ত। তিনি আরও জানান, পর্যায়ক্রমে ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে এই কার্ডের সেবা চালু করা হবে।
বাংলাদেশের ৬৪টি জেলায় খুব শিগগিরই সুপার স্মার্ট কার্ডের তথ্য কেন্দ্র খোলার মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি করার পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্নিবান দত্ত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ