সিম্ফনিতে চলছে মেগা ধামাকা অফার। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন এর স্লোগান হচ্ছে, হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!
এরই মধ্যে বাংলাদেশ এর বিভিন্ন জায়গা থেকে ৭০ জন এর বেশি কাস্টমার জিতে নিয়েছেন দেশের বাইরের বিভিন্ন গন্তব্যের বিমান টিকেট এবং ১৫০ সিসির মোটর বাইক।
এই অফারে পঞ্চম সপ্তাহে নারায়ণগঞ্জের চিটাগং রোডের কাসাফ শপিং সেন্টার থেকে সিম্ফনি Z10 হ্যান্ডসেটটি কিনে মোটর বাইক জিতে নেন মাহমুদুননবী কাজল।
দারুণ এই ক্যাম্পেইন চলবে স্টক থাকা পর্যন্ত। অংশগ্রহণ করতে চাইলে কিংবা বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসতে পারেন সিম্ফনির অফিসিয়াল ওয়েবসাইট (http://symphony-mobile.com) অথবা সিম্ফনির ফেসবুক পেইজ (https://www.facebook.com/symphonymobile) থেকে।
বিডি প্রতিদিন/ফারজানা