ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ২য় আসরে দেশের ৭৮টি ডিজিটাল ক্যাম্পেইনকে শনিবার একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় ৫০০ ডিজিটাল প্রফেশনাল। মোট ১৬টি ক্যাটাগরির অধীনে গ্র্যান্ড প্রি, গোল্ড এবং সিলভার এই ৩টি র্যাংকে এ বছরের শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে পুরস্কৃত করা হয়।
কন্টেন্ট ম্যাটারস-এর পৃষ্ঠপোষকতায় এবং ডেইলি স্টারের সহযোগিতায় সংগঠিত এ অনুষ্ঠানটি শনিবার ঢাকার হোটেল লে মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়।
অ্যানালাইযেন এবং মাইন্ডশেয়ার তাদের লাক্স সুপার স্টার ২০১৮ ক্যাম্পেইনের জন্য সেরা ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন ক্যাটাগরির অধীনে র্গ্যান্ড প্রি র্যাংকে অ্যাওয়ার্ড জিতে নেয়। এই ক্যাম্পেইনটি আলাদা আরো দুটো ক্যাটাগরিতে গোল্ড জিতে নেয়।
৪টি গোল্ড অ্যাওয়ার্ড পেয়ে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জিতে নেয় এক্স তাদের রবি বিজয় ইতিহাস ক্যাম্পেইনের জন্য। এছাড়াও, গ্রে বাংলাদেশ তাদের কোকা-কোলা নিখোঁজ শব্দের খোঁজে ক্যাম্পেইনের মাধ্যমে জিতে নেয় ৩টি গোল্ড অ্যাওয়ার্ড, যা ছিল লাক্স সুপার স্টার ২০১৮ ক্যাম্পেইনটির মতোই একটি ক্যাম্পেইনের সর্বোচ্চ পুরষ্কারপ্রাপ্তের মধ্যে দ্বিতীয়স্থান লাভকারী।
সবচেয়ে বেশি সংখ্যক পুরষ্কার অর্জনকারী এজেন্সি ছিলো অ্যানালাইযেন। তারা পৃথকভাবে ১৫টি অ্যাওয়ার্ড এবং মাইন্ডশেয়ারের সাথে যৌথভাবে আরো ৩টি অ্যাওয়ার্ড জিততে সম হয়। স্টারকম বাংলাদেশ তাদের “জাকাত ক্যাল্কুলেটর” এর জন্য বেস্ট ইউজ অব ডিসপে ক্যাটাগরিতে দুইটি “গোল্ড অ্যাওয়ার্ড” জিতে নেয়।
জমকালো এই পুরষ্কার অনুষ্ঠানের পরে সেখানে দিনব্যাপি অনুষ্ঠিত হয় পঞ্চম ডিজিটাল মার্কেটিং সামিট। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় অনুষ্ঠিত এ আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল কন্টেন্ট ম্যাটারস এবং সহযোগীতায় ছিল দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানের সমর্থনে ছিল এস্কিমি; স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম ও নর্থ সাউথ ইউনিভার্সিটি এর এসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেম; নলেজ পার্টনার এমএসবি; ইভেন্ট পার্টনার লে মেরিডিয়েন ঢাকা; টিভি পার্টনার জিটিভি; পিআর পার্টনার ব্যাকপেজ পিআর; রেডিও পার্টনার রেডিও টুডে।
বিডি প্রতিদিন/ফারজানা