ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এমনকি প্রান্তিক অঞ্চলেও ওয়ার্কশপ, ক্যাম্পেইন এবং আরও বিচিত্র সৃজনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে নতুন প্রজন্মকে থিয়েটারে সম্পৃক্ত করণে নাগরিক নাট্যাঙ্গন সর্বক্ষণ ক্রিয়াশীল। এরই ধারাবাহিকতায় নাগরিক নাট্যাঙ্গন প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মী সংগ্রহে থিয়েটার কর্মযজ্ঞে আগ্রহীদের জন্য সুযোগ সৃষ্টি করেছে ।
প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মী সংগ্রহের কার্যক্রম বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আগামী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। অনলাইন এ নিবন্ধন করার শেষ তারিখ ২৮ নভেম্বর। বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করতে পারেন।
বিডি প্রতিদিন/হিমেল