হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে গত ২৬ নভেম্বর একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ল’রিয়াল প্যারিস এবং সাজগোজে আনুষ্ঠানিকভাবে একসাথে তাদের কার্যক্রম শুরু করে। বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিস এখন সাজগোজ.কমে পাওয়া যাবে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে ল’রিয়াল বাংলাদেশের মার্কেটিং হেড তালাত রহিম বলেন,” ল’রিয়াল প্যারিসের সকল পণ্য হলোগ্রাম স্টিকার এবং ভ্যারিফাই কোডসহ মার্কেটে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের হাতে অরিজিনাল ল’রিয়াল প্যারিস তুলে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আর এই কাজে সাজগোজ-এর মতো বিউটি এক্সপার্ট প্ল্যাটফর্মকে পাশে পেয়ে আমরা অনেক আনন্দিত। আমি বিশ্বাস করি ল’রিয়াল প্যারিস এবং সাজগোজ একসাথে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারবে”।
সাজগোজ.কমের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল শেখ বলেন, “বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিসের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস সাজগোজ সৌন্দর্স সচেতন নারীদেরকে সবচেয়ে ভালো মানের পণ্যটি দিয়ে থাকে। ল’রিয়াল প্যারিসের সাথে পার্টনারশিপ আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে”।
এই অনুষ্ঠানে নাবিলা রহমান, হৃদি শেখ, জন কবিরসহ অনেক বিখ্যাত সেলিব্রেটিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের চোখ ধাঁধানো ড্যান্স পারফরমেন্স এবং ফ্যাশন শো দশর্কদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৮/হিমেল