দেশের প্রথম বি-টু-বি ই-কমার্স সাইট সিন্দাবাদ ডটকম চুক্তিবদ্ধ হলো স্বনামধন্য চা উৎপাদনকারী প্রথিষ্ঠান হালদা ভ্যালি টি কোম্পানির সঙ্গে। সম্প্রতি রাজধানীর বনানীতে সিন্দাবাদ ডটকম এর কর্পোরেট অফিসে-এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় হালদা ভ্যালি টি কোম্পানির সব পণ্যের ই-কমার্স ডিস্ট্রিবিউটর হিসেবে সিন্দাবাদ ডটকম ভূমিকা পালন করবে অর্থাৎ হালদা ভ্যালি টি কোম্পানির যাবতীয় পণ্য এখন সিন্দাবাদ থেকে সহজেই কেনা যাবে।
সিন্দাবাদ ডটকম-এ ৬ হাজারের অধিক পণ্যের পাশাপাশি হালদা ভ্যালি টি কোম্পানির বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড-এর চা যেমন- ড্রাগন ওয়েল গ্রিন টি, সিলভার নিডেল হোয়াইট টি ও গোল্ডেন আই ব্রো টি ইত্যাদি চা পাওয়া যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ভ্যালি টি কোম্পানির ডিরেক্টর শামীম খান এবং সিন্দাবাদ ডটকমের সিইও এবং কো-ফাউন্ডার জীশান কিংশুক হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দাবাদ ডটকমের সিওও বিবেক শর্মা ও সিনিয়র ম্যানেজার রেজাউল আলম ভুইয়ান এবং হালদা ভ্যালি টি কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান ও এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফয়েজ আহমেদ। আরো উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ড্রাগন ওয়েল গ্রিন টি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গ্রিন টি যা চীনে আভিজাত্যের প্রতিক হিসেবে ব্যবহৃত হয়। এর চাইনিজ নাম লংজিং টি। এই চা খুব ব্যয়বহুল এবং সর্বোৎকৃষ্ট মানের গ্রিন টি হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকৃতি রয়েছে: মসৃণ এবং পুরোপুরি পাতার ভেতরের শিরা বরাবর চকচকে। গরম পানিতে এই চা থেকে মন মাতানো সৌরভ ভেসে আসে, মিষ্টি একধরনের ফ্লেভার পাওয়া যায় এবং বাজারের অন্যান্য গ্রিন টি এর মত তিতকুটে হয় না। এই ড্রাগনওয়েল গ্রিন টির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই চা পাতা একাধিকবার ব্যবহার করা যায়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে হালদা ভ্যালি টি কোম্পানি অত্যন্ত সফলতার সাথে চীনে রফতানি করে আসছে। চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত পিএনএল হোল্ডিংস লি: এর অঙ্গপ্রতিষ্ঠান হালদা ভ্যালি চা বাগানে বাংলাদেশে সর্বপ্রথম উন্নত মানের ড্রাগনওয়েল গ্রিন টি উৎপাদন শুরু করে। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ haldavalley.com
বিডি প্রতিদিন/ফারজানা