আকিজ গ্রুপ (আকিজ)-এর তামাক ব্যবসা অধিগ্রহণের জন্য সব ধরণের লেনদেন সম্পন্ন হয়েছে বলে আজ ঘোষণা দিয়েছে জাপান টোব্যাকো গ্রুপ (জে.টি. গ্রুপ)।
গত ৬ আগস্ট, ২০১৮ তারিখে জে.টি. গ্রুপ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যবসা অধিগ্রহণের জন্য চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়া হয়।
আকিজের তামাক ব্যবসা অধিগ্রহণের মধ্য দিয়ে জে.টি. গ্রুপ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টোব্যাকো কোম্পানিতে পরিণত হলো। এই অধিগ্রহণের ফলে উদীয়মান বাজারগুলোতে জে.টি. গ্রুপ-এর ব্যবসা আরও সম্প্রসারিত হলো, যা জে.টি. গ্রুপ-এর মধ্যম থেকে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই লেনদেন জে.টি. গ্রুপ-এর ২০১৮ অর্থবছরের সার্বিক ব্যবসায়িক ফলাফলে উল্লেখ্য কোন প্রভাব ফেলবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন