বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এর দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৪ নভেম্বর। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয় দেশের বিভিন্ন ব্র্যান্ড ও এজেন্সির ৭৮টি ক্যাম্পেইনকে।
সেরা সব ক্যাম্পেইনের এই আসরে দেশের অন্যতম ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল জিতে নিয়েছে সম্মানজনক ৯ টি অ্যাওয়ার্ড। গ্রামীণফোনের ই-কমার্স সাইট শপারু-এর জন্য বেস্ট ইউজ অফ আন্ডার টেন সেকেন্ড ভিডিও এবং ফ্যাশন ব্র্যান্ড শিকোযো-এর জন্য বেস্ট ইউজ অফ ইন্সটাগ্রাম এই দুটি ক্যাটাগরিতে ম্যাগনিটো সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘গ্র্যান্ড প্রি’ অর্জন করে।
এছাড়া বেস্ট ইউজিসি, বেস্ট ভিডিও, বেস্ট ইউজ অফ মোবাইল, বেস্ট ইউজ অফ ফেসবুক ক্যাটাগরিগুলোতে বিভিন্ন ক্যাম্পেইনের জন্য ম্যাগনিটো গোল্ড ও সিলভার অ্যাওয়ার্ড অর্জন করে। ম্যাগনিটো ডিজিটালের ভিন্নধর্মী কাজগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশংসিত হয়েছে। জমকালো এই পুরস্কার অনুষ্ঠানের আগে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ডিজিটাল মার্কেটিং সামিট।
বিডি প্রতিদিন/হিমেল