বাংলাদেশের বাজারে এখন আন্তর্জাতিক পণ্য মিলছে হরহামেশাই। আর সে যাত্রায় ভিন্ন মাত্রা যোগ করলো 'লেন্ড'। বাংলাদেশে প্রথমবারের মত ৪ টি আন্তর্জাতিক স্পানিশ ব্র্যান্ড নিয়ে লেন্ড তাদের প্রথম শো-রুম।
সম্প্রতি গুলশান এভিনিউ'র নাফি টাওয়ারের ২য় তলায় লেন্ড এর এই শো-রুম উদ্বোধন করলেন স্পেন'র সম্মানিত রাষ্ট্রদূত। এস সময় লেন্ড'র উদ্যোক্তসহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
সপ্তাহের প্রতি কর্ম দিবসে সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে লেন্ড। একটি পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল লাইফস্টাইল স্টোর হিসেবে লেন্ড-এ পুরুষ এবং মহিলাদের জন্য সব ধরনের পোশাক, ফ্যাশন অনুষঙ্গ ও লাইফস্টাইল এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত