Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৫:২১

আসুস মনিটর আরও আকর্ষণীয় পাতলা গড়নে

প্রেস বিজ্ঞপ্তি

আসুস মনিটর আরও আকর্ষণীয় পাতলা গড়নে

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় আসুসের নতুন মনিটর ভিজেড২২৯এইচই। চমৎকার পাতলা গড়নে এই মনিটরটির ডিসপ্লে এর পূরুত্ব মাত্র ৭ মিলিমিটার। আর এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এই মনিটরটি প্যানেল বিট ডেপথ ৮ বিটের, যার মাঝে ফ্রেম রেট কন্ট্রোল নেই। ফলে এটি হাই রেজ্যুলেশনের কালার প্রদানে সক্ষম।

এই মনিটরটি ১৯২০*১০৮০ রেজ্যুলেশন সমৃদ্ধ আইপিএস প্যানেল যাতে রয়েছে ১৭৮ ডিগ্রী ওয়াইড ভিউইং এঙ্গেল। নতুন গেমার কিংবা প্রফেশনাল এডিটরদের জন্য স্বল্প বাজেটের এই মনিটরটির মাঝে আরো রয়েছে ব্লু লাইট ফিল্টার, গেমার মোড ও ফিকার ফ্রী টেকনলোজি।

এতে আরও রয়েছে ভিজিএ, ডিভিআই-ডি ও এইচএমআই পোর্ট এবং থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৭৭৪৭৬৫৫৯। 

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য