আগামী ২৬-৩০ জানুয়ারী পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা বিভাগের আয়োজনে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় বিদেশী স্বনামধন্য চিকিৎসকরা অংশগ্রহন করবেন ও তারা বিনামূল্যে নাক-কান-গলার অপারেশন করবেন।
বিদেশী চিকিৎসকরা হলেন ভারতের জয়পুরের যেইন ইএনটি হাসপাতালের পরিচালক ডাঃ সতিশ যেইন, পরিচালক, কলকাতার ডাঃ সুদিপ্ত চন্দ্র, পুনের ডাঃ আদিত্তিয়া ইয়ালকার।
যাদের নাক বাঁকা, নাক বোচা, নাকের বিভিন্ন বিকৃতি রয়েছে তারা বিনামূল্যে অপারেশনের সুযোগ পাবেন। এছাড়া এন্ডোসকপের মাধ্যমে নাকের পলিপ, নাক দিয়ে সিএসএফ পরা, নাকের টিউমার, পিটুইটারী টিউমার, কানের টিউমার, গলার ক্যান্সারের অপারেশন বিনামূল্যে করা হবে।
আগ্রহী রোগীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করতে হবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা ও হেড নেক সার্জারীর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু ও একই হাসপাতালের নাক-কান-গলা ও হেড নেক সার্জারী বিভাগের রেজিস্ট্রার (ইএনটি) ও ডাঃ মোঃ রাফিউল আলমের সঙ্গে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর