২০ নভেম্বর, ২০১৯ ১৪:৫১

রবি’র কর্পোরেট সেবা নেবে বিএটিবি

প্রেস বিজ্ঞপ্তি

রবি’র কর্পোরেট সেবা নেবে বিএটিবি

রবি’র হ্যান্ডসেট বান্ডেল এবং দ্রুত গতির ডেটা কানেক্টিভিটিসহ কর্পোরেট মোবাইল সুবিধাগুলো উপভোগ করবেন বিএটিবি’র কর্মীরা। 

রবি আজিয়াটা লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবি) মধ্যে সম্প্রতি এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ চুক্তির ফলে উভয় কোম্পানি নিজ নিজ কার্যক্রমকে আরো গতিশীল করার সুযোগ পাবে। 

রাজধানীর রবি কর্পোরেট অফিসে কোম্পনির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং বিএটিবি’র ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল, কর্পোরেট বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসান, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস’র জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ ও ম্যানেজার খন্দকার মোসাব্বের হুসেইন এবং বিএটিবি’র ফিন্যান্স ডিরেক্টর স্টিফেন ম্যাটথিয়েসেন, হেড অব মার্কেটিং গোলাম সাফওয়াত চৌধুরী, হেড অব ট্রেড সৈয়দ মাহবুব আলী ও হেড অব ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি এসকে. হাসিবুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর