এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর লয়ালিটি প্রোগ্রাম “এপেক্স রিওয়ার্ডস” গ্রাহকদের জন্য চলমান ক্যাম্পেইন, “কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার” ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্যাম্পেইনটি চালু হয়েছে চলতি মাসের ১৪ তারিখ থেকে। ইতিমধ্যেই প্রথম সপ্তাহে স্ক্র্যাচ কার্ড ঘষে স্মার্টফোন” জিতে নিয়েছেন ঢাকার জীবন রঞ্জন মজুমদার। তাছাড়া “৫০হাজার” টাকার নগদ পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের মাহমুদুল হাসান এবং “১ লক্ষ” টাকার নগদ পুরস্কার পেয়েছেন ঢাকার নোবেল চৌধুরী। ক্যাম্পেইনের আওতায় যেকোনো গ্রাহক ন্যূনতম ২০০০ টাকার শপিং করলেই একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। গ্রাহকরা স্ক্র্যাচ কার্ডটি ঘষে জিতে নিতে পারেন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। এপেক্স এর ডিসকাউন্টশপ ব্যতীত সকল নিজস্ব আউটলেটে অফারটি চলবে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানটির সি.ই.ও রাজন পিল্লাই এক বিবৃতিতে জানান, ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি এই ক্যাম্পেইনে। ক্যাম্পেইন এর সকল বিজয়ীকে তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের তৈরি পণ্যের উপর ক্রেতাদের এমন আস্থা প্রকৃতপক্ষে এপেক্স এর পথ চলার অনুপ্রেরণা।
বিডি প্রতিদিন/হিমেল