প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে প্রেরণের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর রেমিটেন্স পেমেন্ট সিস্টেম ও গ্রাহকবান্ধব রেমিটেন্স সেবা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ইতালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস. আর. এল-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইতালির বন্দর নগরী নাপলীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির এজেন্ট ও গ্রাহকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির কান্ট্রি ম্যানেজার জনাব মো. হামিদ আলম, অপারেশন ম্যানেজার জনাব ফরিদ আহমেদ ভূঁইয়া, এক্সিকিউটিভ অফিসার জনাব রাহাত জামান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন