মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে সিটি-এর প্রতিশ্রুতির অংশ হিসেবে সিটি ফাউন্ডেশনের সহায়তায় সিটি বাংলাদেশ ‘১৫তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার (সিএমএ)’ আজ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরলিংকস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান - এর নেতৃত্বে জাতীয় পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ এবং স্ক্রিনিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বছর, সিএমএ প্রোগ্রাম আয়োজিত হচ্ছে শক্তি ফাউন্ডেশন এবং সিটি ব্যাংক এনএ-এর যৌথ উদ্যোগে যার কৌশলগত অংশীদারিত্বে রয়েছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)।
২০০৫ সাল থেকে সিএমএ দেশের সবচেয়ে সম্ভাবনাময় উদ্যোক্তাদের উজ্জ্বল দিক তুলে ধরার জন্যে এই আয়োজন করে চলেছে। ক্ষুদ্রঋণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাঁরা যেনো আরো সুবিধা পান; ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে অর্থনীতির দৃশ্যপটে ইতিবাচক পরিবর্তনগুলোর স্বীকৃতির মাধ্যমে যেন ক্ষুদ্র উদ্যোক্তাদের সেরা দৃষ্টান্তগুলো প্রতিষ্ঠিত হয়; তাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।
বিগত এক যুগেরও বেশি সময় ধরে চলতে থাকা এই পুরস্কার বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির ক্ষুদ্র উদ্যোক্তা ও ভবিষ্যত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উদ্দীপনা ও উৎসাহ তৈরি করে চলেছে। দেশের উদীয়মান ক্ষুদ্রঋণ সেক্টরে অসংখ্য ঋণ গ্রহীতা আছেন যারা তাদের কমিউনিটিতে স্থিতিশীল ব্যবসা-এর মাধ্যমে নিজেদের উন্নয়ন করছে। আর, এই পুরস্কার তারই সাক্ষ্য বহন করে।
আশা করা যায় আগামী বছর যথাযথ স্ক্রিনিং এর মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন