প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পদার্পন করতে যাচ্ছে দেশের অনলাইন কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) 'অথবা ডট কম' ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ৪ টাকার বিশাল অফার।
‘অথবা ডট কম’র হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন,“অফারের আওতায় বৃহস্পতিবার সারাদিনব্যাপী ক্রেতারা দুই হাজারের অধিক পণ্য ৪ টাকায় কিনতে পারবেন। এসবের মধ্যে রয়েছে পিয়াজ, চাল, লবনসহ বিভিন্ন ভোগ্যপণ্য, ইলেকট্রনিকস পণ্য, দুরন্ত বাইসাইকেল, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য। এছাড়া অনেক পণ্যের হোম ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ টাকা”।
তিনি আরও বলেন, “এদিন সর্বোচ্চ কেনাকাটার জন্য সেরা ৪ ক্রেতা পাবেন আকর্ষনীয় পুরস্কার। ‘অথবা ডট কমের ফ্যান ক্লাব’ ফেসবুক পেজে ৪ টাকায় পণ্য কিনে রিভিউসহ সেলফি শেয়ার করে আরও ৪ ক্রেতা জিতে নিতে পারবেন আকর্ষনীয় শপিং ভাউচার। এর বাইরেও বর্ষপূর্তির আয়োজনকে সামনে রেখে ‘অথবা ডট কম’ এ থাকছে বিভিন্ন পণ্যে মূল্যছাড়”।
২০১৫ সালের ২৮ নভেম্বর দেশের বাজারে যাত্রা শুরু করে অনলাইন কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ