সারাদেশে পেইন্টিং সেবা ছড়িয়ে দিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং সেবা এক্সওয়াইজেড সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সেবা এক্সওয়াইজেড-এর প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সমঝোতার আওতায় এখন থেকে পেইন্টিং সেবার জন্য সেবা এক্সওয়াইজেড-এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করলে গ্রাহকরা সরাসরি বার্জার এক্সপেরিয়েন্স জোনের সাথে সংযুক্ত হয়ে এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস নিতে পারবেন।
ছবির বাম পাশে আছেন বার্জার পেইন্টস লিমিটেডের প্রোলিংকসের হেড মোহাম্মদ তারিকুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার সাইদ শরীফ রাসেল, প্রোলিংকসের টেরিটরি ম্যানেজার রাহবিন মাসুম রাব্বি।
ডান পাশে সেবা এক্সওয়াইজেড-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড প্রোসেস লিড ইসতিয়াক আহমেদ শাওন, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট লিড জিন্নাতুন নেসা কেয়া এবং কি একাউন্ট ম্যানেজার সামিয়া বিনতে কবির।
বিডি প্রতিদিন/ফারজানা