৯ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৩

যাত্রা শুরু করল টেন্ডারবাজার.কম এর অ্যাপ

প্রেস বিজ্ঞপ্তি

যাত্রা শুরু করল টেন্ডারবাজার.কম এর অ্যাপ

অনলাইন ভিত্তিক দরপত্রের বাজার টেন্ডারবাজার.কম এবার এনেছে এন্ড্রোয়েড মোবাইল অ্যাপ। টেন্ডারবাজার.কম দেশের আইসিটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেডের একটি সেবা। সিনেসিস আইটির কর্পোরেট অফিসে টেন্ডারবাজার.কম এর মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন করা হয়। 

এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে সকল পত্রিকায় প্রকাশিত দরপত্রের খবরাখবর। ক্যাটাগরি অনুযায়ী যে যার পচ্ছন্দসই টেন্ডার খুঁজে পাবে এই অ্যাপে। আছে দরপত্রের ছবি সংরক্ষণের সুযোগ, এতে করে বাঁচবে সময় ও খরচ দুটোই। 

মোবাইলে চোখ বুলালেই যে যার প্রয়োজনমত জেনে নিতে পারবে দরপত্রের খবর। তারা টেন্ডার বিডার ও টেন্ডার ইনভাইটর উভয়ের জন্যই এ পর্যন্ত ১০ লাখ টেন্ডার সংরক্ষণ করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন টেন্ডার পোর্টাল হিসেবে ৯ বছর ধরে সেবা দিয়ে আসছে টেন্ডারবাজার.কম। 

টেন্ডারবাজারের পাশাপাশি সিনেসিস আইটি ই-গভারনেন্স, ই-হেল্থ এবং কন্টাক্ট সেন্টার সলিউশনের মাধ্যামে বর্তমানে সরকারের ডিজিটালইজেশনের স্বপ্নকে সামনে রেখে বৃহত্তর পরিসরে কাজ করে যাচ্ছে। অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর