কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের আয়োজনে ‘মাস্টারক্লাস অন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এন্ড আইপিএ’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ডিসেম্বর ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ অলিম্পিয়ার্ড প্রতিষ্ঠাতা ও চিফ অর্গানাইজার মোহাম্মাদ আমান উল্লাহ।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর জনাব এস. এম. আরিফুজ্জামান সেমিনার পরিচালনা করেন এবং বিজনেস স্কুলের বৈশিষ্ট সম্পর্কে ধারণা দেন। বিশ্ববিদ্যালয়ের এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্পোরেট নেটওয়ার্ক নিয়ে কথা বলেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির বিজনেস স্কুল এসিসট্যান্ট প্রফেসর মোস্তাকিম আল ইসলাম, লেকচারার মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ইংলিশ অলিম্পিয়ার্ডের শিক্ষার্থীবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন