মানব সম্পদ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে কাজ করছে গ্রীন এইচআর প্রফেশনালস বাংলাদেশ। কার্যক্রমের আওতায় সদস্যদের সঙ্গে নিয়মিত সভা এবং মানোন্নয়নের জন্য সাপ্তাহিক পাঠচক্র ও বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে গ্রীন এইচআর ।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) মারলিন ট্যুরস এন্ড ট্র্যাভেল'র ধানমন্ডি কার্যালয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং মিটিং আয়োজন করে জিএইচআরপি। উক্ত মিটিয়ের শুরুতে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং সদস্যরা আগামী বছরের জন্য তাদের নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
আলোচনা পর্বে মূল আলোচক ছিলেন আইসিডিডিআরবির হেড অব এইচআর মোঃ মোশারফ হোসেন। উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন জিএইচআরপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রওশন আলী বুলবুল।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ