শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজিতে (আইইউবিএটি) পালন করা হয়েছে মহান বিজয় দিবস।
আইইউবিএটির ক্যাম্পাসে গত সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। এছাড়াও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঘটনাবলী তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা ও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে সভাপতির বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর।অলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ লুৎফর রহমান,আধ্যাপক ড. এম এ হান্নান, আধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন, আধ্যাপক ড. এ জেট এ সাইফুল্লাহ, আধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আধ্যাপক মোহাম্মদ উল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অ্যালামনাই এবং কর্মকর্তা-কর্মচারী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ