মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় ‘ডেইলি শপিং’-এর শোরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) উত্তরায় ৪ নম্বর সেক্টরে ডেইলি শপিং এর শোরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় স্থানীয় ২৫ শিশু অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীদের মধ্য থেকে সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
ডেইলি শপিংয়ের ব্র্যান্ড ম্যানেজার ফেরাজ হোসেন রুম্মান বলেন, “মহান বিজয় দিবসে আমরা ভোক্তার পরিবারের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি। সেই সাথে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ও তাদের অনুপ্রাণিত করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করি”।
জনপ্রিয় রিটেইল চেইনশপ ডেইলি শপিং থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারেন ক্রেতারা। বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৫টি শোরুম চালু রয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ