রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে উদ্বোধন হল জাপানের জনপ্রিয় ডিজাইনার ব্র্যান্ড মিনিসোর নতুন আউটলেট। শুক্রবার সন্ধ্যায় জাপানি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র টাইকো ড্রামিংয়ের আওয়াজ দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
এর পরপরই ছিল ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ও পরবর্তীতে করা হয় ট্র্যাডিশনাল সাংস্কৃতিক আয়োজন। মিনিসোর নতুন স্টোরটির উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।
জাপানের ফার্স্ট গ্রোয়িং ডিজাইনার এই স্টোরটি মূলত: সাশ্রয়ী দামে ভালো পণ্য ক্রেতাদের পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০১৩ সালে টোকিওতে যাত্রা শুরু করলেও মিনিসোর বর্তমানে ৯০-টিরও বেশি দেশে চার হাজারের বেশি স্টোর রয়েছে।
দ্রুত বাজার সম্প্রসারণ করা এই ডিজাইনার ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৭ সালে। এটি তাদের ১৩তম আউটলেট। এছাড়া বাকি স্টোরগুলো রাজধানীর বনানী, গুলশান, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, উত্তরা, খিলগাঁও, ওয়ারী, ধানমণ্ডি, মোহাম্মাদপুর ও মিরপুর এ অবস্থিত।
পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিলেন মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ আদীব চৌধুরী, শাহ রায়ীদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান, আন্তর্জাতিক অপারেশন ম্যানেজার ব্রূস সাই, বাংলাদেশে মিনিসোর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্কেটিং ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ক্রিয়েটিভ লাইফস্টাইল পণ্য, স্পোর্টস-ফিটনেস, গেজেটস, আইসিটি পণ্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, স্টেশনারি ও উপহার, খেলনাসহ বৈচিত্র্যপূর্ণ জিনিসপত্র পাওয়া যাবে মিনিসোতে।
বিডি-প্রতিদিন/শফিক