অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য কেনায় আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং কম্পিউটার এক্সেসরিজ কেনায় ২০ শতাংশ ডিসকাউন্ট মিলবে। ই-প্লাজার ‘উইন্টার ক্লিয়ারেন্স সেল’ ক্যাম্পেইনের আওতায় এ সুযোগ থাকছে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং ই-কমার্সের ইনচার্জ মো. তানভীর রহমান জানান, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থানে বসেই সব ধরনের ওয়ালটন পণ্য অনলাইনে কেনার সুযোগ রয়েছে। গ্রাহকরা ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com) ওয়েবসাইট থেকে পছন্দের পণ্যটি কেনার অর্ডার বা ফরমায়েস দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্যের মূল্য ক্রেডিট বা ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যাবে। গ্রাহক চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৩৩০ টি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেয়া হচ্ছে।
ই-প্লাজা থেকে কেনা এসব পণ্যে রয়েছে ০% ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থ্যলি ইনস্টলমেন্ট) সুবিধাও। এক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
বিডি প্রতিদিন/হিমেল