২৩ নভেম্বর, ২০২০ ২০:৪০

সুপার ব্রান্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের রানার মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

সুপার ব্রান্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের রানার মোটরসাইকেল

প্রথম বাংলাদেশি আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড ‘রানার’ জিতে নিয়েছে সুপারব্র্যান্ড ২০২০-২১। গত ১৯ নভেম্বর ২০২০ সন্ধ্যায় এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২০২০-২১ বর্ষের বাংলাদেশের সুপারব্র্যান্ডস সমূহের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে মোটরসাইকেল বিভাগে প্রথমবারের মতো কোন বাংলাদেশি মোটরসাইকেল কোম্পানিকে এই স্বীকৃতি দেয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। 

রানার গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এক ভিডিও বার্তায় রানার গ্রুপের ডিরেক্টর আমিদ সাকিফ খান সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সুপার ব্র্যান্ডস’ একটি অন্যতম সফল গ্লোবাল প্ল্যাটফর্ম। এই স্বীকৃতি ভবিষ্যতে রানারকে আরও ইনোভেটিভ হতে উৎসাহিত করবে, যার ফলে রানার আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের আরও বিকাশ ঘটাতে পারবে।”

রানার অটোমোবাইলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সি.ই.ও রিয়াজুল চৌধুরী বলেন,  “বাংলাদেশে এই প্রথম কোনো মোটরসাইকেল কোম্পানি সুপার ব্র্যান্ডেস এর স্বীকৃতি পেল। এটি শুধু রানার-এর নয়, বাংলাদেশের অর্জন। আমরা এই পুরষ্কারটি আমাদের সমস্ত গ্রাহক, ডিলার, সরবরাহকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কাছে উৎসর্গ করতে চাই যারা একটি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আন্তর্জাতিক ব্রান্ডে রূপান্তর করেছে।”

সুপার ব্র্যান্ডস বিশ্বের সর্বত্র প্রযোজ্য ব্র্যান্ডের বিচারক সংস্থা যা বিশ্বের প্রায় ৯০টি দেশে কাজ করে ২৬ বছরেরও বেশি সময় ধরে। সুপার ব্র্যান্ডস দেশি-বিদেশি ব্র্যান্ডের জন্য বৃহত্তম সাফল্যের প্রতীক হয়ে উঠেছে।

সকল ধরনের গ্রাহকদের চাহিদা পূরণে রানারের ৮০সিসি থেকে ১৬০সিসি পর্যন্ত মোটরসাইকেল রয়েছে, যার মধ্যে ৮০সিসি মোটরসাইকেলের বাজারে রানারই মার্কেট লিডার। মোটরসাইকেলের বাজারে রানার-ই প্রথম কিস্তিতে পণ্যটি কেনার সুযোগ দিচ্ছে। এর ফলে সাশ্রয়ী মূল্যে ইএমআই স্ক্রিমের মাধ্যমে বাংলাদেশের ক্রেতারা তাদের পছেন্দের বাইকটি কিনতে সক্ষম হচ্ছে।

কিস্তিতে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ করে দেয়া ছাড়াও দেশব্যাপী ২০০টিরও বেশি সার্ভিস কেন্দ্রের মাধ্যমে রানার বিক্রয়-পরবর্তী পরিষেবা নেটওয়ার্ক স্থাপন করেছে রানার। নতুন বাইক চালকদের জন্য রানার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে এবং বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে। 

আন্তর্জাতিক বাজারের জন্য ৫০০ সিসি মোটর সাইকেল প্রস্তুতকারক হিসেবে রানার বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত একমাত্র ব্র্যান্ড, যারা সাফল্যের সঙ্গে “হক ২০০” নামের ২০০সিসি মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানি করেছে। সেরা পরিচালনা অনুশীলন, পরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার স্বীকৃতি হিসেবে রানার আইএসও কর্তৃক কিউএমসস (৯০০১:২০১৫), ইএমএস (১৪০০১:২০১৫) এবং ওএইচএসএএস (১৮০০১:২০০৭) সার্টিফিকেট অর্জন করেছে।

নিজস্ব ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন ছাড়াও প্রতিষ্ঠানটি একযোগে আমেরিকান ব্র্যান্ড ইউএম উৎপাদন করছে, একই সাথে তারা ইতালিয় ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ভেস্পা ও এপ্রিলিয়া এর গর্বিত পরিবেশক। এছাড়াও প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ডের চাহিদার কথা মাথায় রেখে কেটিএম (একটি ইউরোপিয়ান ফ্লাগশিপ) নামের আরও একটি ব্র্যান্ড খুব শিগ্রী বাজারে আনছে।  

উদ্ভাবন এবং সর্বশেষ অটোমোবাইল প্রযুক্তি পরিচালনার জন্য তাদের রয়েছে উন্নত আরএন্ডডি টিম। দক্ষ উৎপাদনকারী, রফতানিকারী এবং বিশাল রিটেইল নেটওয়ার্ক (বিক্রয় এবং পরিষেবা) পরিচালনার মধ্যদিয়ে রানার প্রত্যেক শ্রেণির গ্রাহকদের জন্য সকল ধরনের মোটরসাইকেল উৎপাদন করছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর