শিরোনাম
২৬ নভেম্বর, ২০২০ ০৫:৪৮

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম

অনলাইন ডেস্ক

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম

মো. তৌহিদুল আলম খান

স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল আলম খান। ব্যাংকিং খাতে ২৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও বিচক্ষণ এ ব্যাংকার গত ২৪ নভেম্বর উক্ত পদে যোগ দেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করে তৌহিদুল আলম খান ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 

দীর্ঘ ২৭ বছরের কর্মময় জীবনে তিনি ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক এবং প্রাইম ব্যাংকে প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষতঃ ক্যামেলকো, সিবিও, সিআরও হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। 

বাংলাদেশে সিন্ডিকেশন লোনের দিশারী হিসেবে তার নেতৃত্বেই প্রথম শরিয়াহ ভিত্তিক সিন্ডিকেশন চুক্তি এবং সূচনাকালীন সময়ে সবচেয়ে বড় সিন্ডিকেশন টার্ম লোন নিষ্পত্তি করা হয়।

তিনি আইসিএমএবির একজন সম্মানিত সদস্য, আইআইবিআই, যুক্তরাজ্যের সহযোগী সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাসেল ২ কমপ্লাইয়েন্স প্রফেশনালস অ্যাসোসিয়েশনের একজন সনদপ্রাপ্ত প্রফেশনাল ও আজীবন সদস্য এবং ইন্টারনাল অডিটরস-আইআইএ গ্লোবাল-ইউএসএ অ্যান্ড লোকাল চ্যাপ্টার-বাংলাদেশের একজন সম্মানিত সদস্য। 

তিনি বাংলাদেশের প্রথম সনদধারী সাসটেইনেবল রিপোর্টিং অ্যাস্যুরার। তিনি সিঙ্গাপুর থেকে প্রকাশিত বিজনেস ম্যাগাজিন ‘এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ এর অন্যতম লেখক। আইসিএমএবি’র জার্নাল কমিটির সভাপতিসহ তিনি মালয়েশিয়ায় অবস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামিক ফিন্যান্স নিউজ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইএফএন’ এর আন্তর্জাতিক করেসপন্ডেন্ট। তৌহিদুল আলম খান তার লেখনীর স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশ নিয়েছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর