চলছে করোনা মহামারি। আমরা সবাই এখন নতুন স্বাভাবিক সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। করোনাকালের বন্দী জীবন কাটিয়ে প্রিয়জনের সাথে দেখা-সাক্ষাত, বন্ধুদের সাথে গেট-টুগেদার, পরিবারের সবাই মিলে একসাথে খেতে যাওয়া কিংবা সারাদিনের ধকলের পর বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠার জন্য এখন রেস্টুরেন্টের চাহিদা তুঙ্গে।
আর এই ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রামের যুগে রেস্টুরেন্টে গিয়ে একটু ‘ফুডোগ্রাফি’ আর ‘ফটোগ্রাফি’ না করলে কি হয়? আপনার বন্ধুমহল বা আপনি যদি হন খাওয়ার পাশাপাশি একটু নিরিবিলি আর সুন্দর পরিবেশ আর সেই সঙ্গে ছবি তোলাকেই প্রাধান্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন লিয়া কনভেনশন হল ও রেস্টুরেন্ট।
তবে লিয়া কনভেনশন হল ও রেস্টুরেন্ট প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্যবিধির কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন- প্রবেশের সময় স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া, শরীরের তাপমাত্রা পরিমাপ করে নেওয়া, মুখে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা।
রাজধানী ঢাকার অদুরে সাভারের আশুলিয়ার জামগড়ায় প্রায় ২৮ একর জায়গা জুড়ে নির্মিত ফ্যান্টাসি কিংডম থিম পার্কে অবস্থিত এই লিয়া কনভেনশন হল ও রেস্টুরেন্ট।
ফ্যান্টাসি কিংডমের অভ্যন্তরে খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে যে কোনও ধরনের কর্পোরেট মিটিং বা সেমিনার অথবা পার্টি, ভিআইপি মিটিং লাউঞ্জ, বিশাল হল রুম, কনভেনশন হলসহ সব ধরনের সুযোগ সুবিধাসহ প্রস্তুত এই লিয়া কনভেনশন হল ও রেস্টুরেন্টে। ফ্যান্টাসি কিংডমের দর্শনার্থী ছাড়াও এখানে যে কেউ প্রবেশ করতে পারবেন।
উল্লেখ্য, লিয়া রেস্টুরেন্টে প্রবেশ করতে প্রবেশ ফি প্রয়োজন হয় না। আছে পর্যাপ্ত গাড়ি পাকিং সুবিধা।
লিয়া কনভেনশন হল ও রেস্টুরেন্টে সকালের ফ্রেশ নাস্তা কিংবা সন্ধ্যার স্মোকি (বারবিকিউ) নাস্তার জন্য ফ্যান্টাসি কিংডমের লিয়া রেস্টুরেন্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। অর্থাৎ ফ্যান্টাসি কিংডমের দর্শনার্থী ছাড়াও অন্য যে কেউ উপভোগ করতে পারবে এই রেস্টুরেন্টে খাবারের মুখরোচক স্বাদ। সকালের নাস্তা ৮টা থেকে ১১টা আর বিকেলের বারবিকিউ ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে।
এছাড়াও এই রেস্টুরেন্টে দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সবই পাওয়া যায়। মাছের ফ্রাই থেকে শুরু করে আছে চাইনিজ, থাই, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ফুডের সমাহার। আছে হরেক রকমের স্ন্যাংকস, ডেজার্ট আর জুস। আর খাবারের তালিকায় সেট মেন্যুতো আছেই।
ঢাকার বাইরে অনন্য সুন্দর পরিবেশে খাওয়া-দাওয়া আর আনলিমিটেড ছবি তোলার জন্য এর চেয়ে ভাল রেস্টুরেন্ট আর হতে পারে না। এই রেস্টুরেন্টে এসে অবসর উপভোগের সময় সুন্দর ছবিতো হবেই, সেই সাথে হবে নতুন অনেক ফুড মেনুর সাথে পরিচয় আর নতুন পরিবেশে নতুন অভিজ্ঞতা। এই রেস্টুরেন্টের ডেকোরেশন আপনাকে যেমন মুগ্ধ করবে, সাথে হরেক রকমের নিখুঁত ডিজাইনের ডেজার্ট আপনাকে খাবারের ছবি তোলাতে রীতিমত করবে বাধ্য।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র যেমন সুন্দর তেমন বাইরে রয়েছে ফ্যান্টাসি কিংডমের মতো থিম পার্ক। এছাড়াও রেস্টুরেন্টের ভেতরেও আছে বাচ্চাদের খেলার স্থান। মানে পরিবার, প্রিয়জন আর বন্ধুবান্ধব নিয়ে আনন্দ উপভোগের সবই পাচ্ছেন এখানে।
এছাড়াও বিয়ে অথবা প্রিয়জনের জন্মদিন, দিনগুলো আরও উপভোগ্য আর আনন্দদায়ক হয়ে উঠতে পারে যদি আপনার সেটি উদযাপন করেন এই থিম পার্কের লিয়া রেস্টুরেন্টে। এছাড়াও কর্পোরেট অফিসের যে কোনও আয়োজন যেমন- সেমিনার, পিকনিক, মিটিং ওয়ার্কশপের জন্য দুই শতাধিক আসন ব্যবস্থার কনফারেন্স রুম আছে এখানে। জন্মদিনের পার্টি, বিবাহোত্তর সম্বর্ধনা, কর্পোরেট পিকনিক, সেমিনার এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য লিয়া কনভেনশল হল ও রেস্টুরেন্টে আছে সুন্দর ব্যবস্থা।
বিডি প্রতিদিন/আবু জাফর