কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো আকিজ সিরামিক্স লিমিটেড-এর বিজনেস কনফারেন্স। আকিজ সিরামিক্স, রোসা এবং অরা- এই ৩টি ব্র্যান্ডের সম্মানিত বিজনেস এ্যাসোসিয়েটগণকে নিয়ে আয়োজন করা হয়েছিলো এবারের বিজনেস কনফারেন্স- ‘ওয়েলকাম টু দ্যা ফিউচার’।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আকিজ সিরামিক্স-এর সম্মানিত বিজনেস এ্যাসোসিয়েটগণের প্রতি তাদের নিরলস সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং উভয় পক্ষের মধ্যে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আকিজ সিরামিক্স-এর নতুন ২টি প্রোডাকশন লাইন চালু করার মাধ্যমে ভবিষ্যতে আরও নতুন পণ্য উৎপাদনের সংবাদ ঘোষণা করা হয়। সেই সাথে আকিজ সিরামিক্স লিমিটেড-এর বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্যসম্ভার ও তাদের গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়।
আকিজ সিরামিক্স-এর সম্মানিত বিজনেস এ্যাসোসিয়েটগণের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর, সেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর, সেল্স অ্যান্ড মার্কেটিং, মোহাম্মদ খোরশেদ আলম। সেই সাথে উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্স-এর সেল্স এবং মার্কেটিং টিম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন