বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর এস ৪-টি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন, জলঢাকা, নীলফামারীর ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন মো. মজনুর রহমান (সভাপতি), রোটারিয়ান মো রবিউল ইসলাম (সহ-সভাপতি), মো জাহেদুল ইসলাম (সাধারণ সম্পাদক), মো. ইব্রাহিম আলী (যুগ্ম সম্পাদক), মো. তফিকুল ইসলাম (রেজা)-(কোষাধ্যক্ষ)।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম, মো. লিটন ইসলাম, মো. সুমন ইসলাম ও মোছা. মোতাহারা বেগম। নবনির্বাচিত কমিটির প্রধান ম্যানডেট হচ্ছে চলমান মহামারি পরিস্থিতিতে কম খরচে এবং নতুন নতুন এলাকায় কৃষকদের পানি সরবরাহের মাধ্যমে স্থানীয় কৃষির উন্নয়ন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রংপুর এর এক্সটেনশন উপ-প্রধান অমলেশ চন্দ্র রয়, ডালিয়ার এক্সটেনশন কর্মকর্তা মো. রফিউল ইসলাম ও এক্সটেনশন ওভারশিয়ার হাফিজুর রহমানের উপস্থিতিতে প্রধান নির্বাচন আহ্ববায়ক মো. সেলিমের তত্ত্বাবধায়নে নির্বান অনুষ্ঠিত হয় জলঢাকার বালাগ্রাম সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে।
কমিটির অনন্য নতুন মুখ সহ-সভাপতি মো. রবিউল ইসলাম যিনি আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এবং নেদাল্যান্ডের এনজিও কমিটির আন্তর্জাতিক উপদেষ্টা। তিনি তার জন্মস্থানের সার্বিক উন্নয়নের জন্য একটি এনজিও, একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও তিনটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। এর পূর্বে তার পিতা হাফিজুর রহমান সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন যিনি গত বছর মারা গেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন