ইঅরেঞ্জ বাংলাদেশের ক্রমবর্ধমান একটি ইকমার্স সাইট যা সেরা মানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং ফ্যাশনেবল পণ্য (যেমন, পোশাক, প্রসাধনী, ইলেকট্রনিক্স, ঘরের সরঞ্জাম, গ্রোসারি ও বিভিন্ন অরিজিনাল ব্র্যান্ডের পণ্য) অনলাইনে বিক্রি করে থাকে। ইঅরেঞ্জ গ্রাহকদের গুণগত পণ্য ও মানসম্মত সেবা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গ্রাহকের কাছ থেকে পাওয়া সকল মতামত নিষ্ঠার সাথে গ্রহণ করছে।
সম্প্রতি অরেঞ্জ বাংলাদেশের-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান “চাইনিজ বাস্কেট”-এর বিজনেস পার্টনার গ্যাও জিঙ্গিয়ে চীন থেকে বাংলাদেশ ভ্রমণে এসেছেন। তিনি চীনের স্বনামধন্য ইয়াংজু কালটেক কোঃ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর। বাংলাদেশে এসে তিনি ইঅরেঞ্জ-এর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন এবং ইঅরেঞ্জ-এর সাথে জড়িত কর্মীদের সাথে সাক্ষাত করেছেন। বাংলাদেশে ইঅরেঞ্জ-এর জনপ্রিয়তা ও চাহিদা দেখে গ্যাও জিঙ্গিয়ে বেশ মুগ্ধ হন।
শুধু তাই নয়, দেশের মানুষের সেবায় ইঅরেঞ্জ-এর উদ্যমী চিন্তা ও আনুগত্য জায়গা করে নেয় তার মনে। তাই গ্যাও জিঙ্গিয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশে বেড়ে ওঠা ইকমার্স সাইট ইঅরেঞ্জ-এ বিনিয়োগ করার। তিনি পূর্ণ আস্থা রেখেছেন ইঅরেঞ্জ-এর ইকমার্স কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার উপর। গ্যাও জিঙ্গিয়ে-এর নেয়া এই উদ্যোগ ইঅরেঞ্জ-এর আগামীর পথচলাকে করবে আরো সুগম ও প্রশস্ত।
প্রযুক্তির সঠিক ব্যবহার ও প্রবর্তনের ধারায় গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম সফল ইকমার্স সাইট ইঅরেঞ্জ জীবনকে করেছে সহজতর ও স্বাচ্ছন্দ্যময়। চীনের গ্যাও জিঙ্গিয়ে ও ইঅরেঞ্জ-এর মধ্যে গড়ে ওঠা এই নতুন বাণিজ্যিক সম্পর্ক যেন সুদৃঢ় এবং সুন্দর হয়, সেজন্য ইঅরেঞ্জের সকল গ্রাহক এবং স্টেক হোল্ডারদের কাছে আন্তরিক সহযোগিতা এবং দোয়া চেয়েছেন ইঅরেঞ্জে-এর চীফ অপারেটিং অফিসার মোঃ নাজমুল আলম রাসেল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ