বিজ্ঞাপনী সংস্থা ‘মাইন্ডশেয়ার বাংলাদেশ’ এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৪টি পুরস্কার জিতেছে। এ সংখ্যা শুধু সর্বমোট অ্যাওয়ার্ডের হিসেবেই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ নয় বরং আলাদাভাবেও সবচেয়ে বেশি স্বর্ণ (৩টি), সবচেয়ে বেশি রৌপ্য (৫টি) এবং সবচেয়ে বেশি ব্রোঞ্জ (৬টি) পেয়ে ‘মাইন্ডশেয়ার বাংলাদেশ’ ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে অন্য সবার চেয়ে।
দেশের ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ের সেরা কাজ এবং চর্চাগুলোকে উৎসাহদান ও উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের নিয়মিত এই বার্ষিক আয়োজনে এবারের আসর বসে অনলাইন হোস্টিংয়ের মাধ্যমে শনিবার।