বাংলাদেশের শীর্ষস্থানীয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ২০২৪ সালে তিনটি নতুন পণ্য সফলভাবে বাজারে উন্মোচন করেছে। এ সাফল্য উদযাপন করতে আরলা ফুডস দেশজুড়ে তাদের সকল ডিস্ট্রিবিউশন হাউস, ঢাকার প্রধান কার্যালয় এবং গাজীপুর কারখানায় বিশেষ আয়োজন করে।
নতুন উন্মোচিত পণ্যগুলো হলো- ডানো ডিলাইট: ডানো ব্র্যান্ডের নতুন ফুল ক্রিম মিল্ক পাউডার, যা বিশেষভাবে মিষ্টি ও বিভিন্ন রান্নার স্বাদ উন্নত করতে তৈরি। আরলা ইজি: চায়ের জন্য বিশেষভাবে তৈরি একটি ব্র্যান্ড, যা ১২ গ্রাম দুধের প্যাকেট মাত্র ১০ টাকায় সরবরাহ করে। ডানো রেডি ইউএইচটি: ডানো ব্র্যান্ডের প্রথম তরল দুধ পণ্য যা বিশ্বমানের প্রযুক্তি এবং কারখানার মাধ্যমে নিরাপদে ভোক্তাদের কাছে পৌঁছায়।
আরলা ফুডস বাংলাদেশের মার্কেটিং প্রধান ইয়াশনা চৌধুরী বলেন, ডানো আধুনিক জীবনধারা ও বাংলাদেশের ভোক্তাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী পণ্য বাজারে নিয়ে আসার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। দেশের পুষ্টিগত চাহিদা পূরণে সহায়তা করতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখতে আমরা ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য বাজারে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।