বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র (বিইউএফটি) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ ১৩ মে ২০২৫ তারিখ দিনব্যাপী চাকুরি মেলার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত মেলায় রেনাই গ্রুপের সহযোগিতায় বিইউএফটি’র গ্র্যাজুয়েটদের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান আয়োজনের উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে রেনাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রমিজ খালিদ ইসলাম বিশেষ অতিথি এবং জেনারেল ম্যানেজার (অপারেশন্স) জনাব মোঃ আশিকুল ইসলাম মুখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় বিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসাইন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল