সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

লাকুটিয়া খালের মূল প্রবাহ ফিরিয়ে আনতে রুল

লাকুটিয়া খালের মূল প্রবাহ ফিরিয়ে আনতে রুল

বরিশাল নগরীর লাকুটিয়া খালের সীমানা নির্ধারণ এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের মূল প্রবাহ ফিরিয়ে আনতে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জিনাতআরা ও বিচারপতি জেএন দেব চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এই রুল জারি করেন।  একই সঙ্গে খালের ওপর নির্মিত স্লুইস গেটের পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন এবং খালের ওপর তৈরি বাঁধসহ সব স্থাপনার তালিকা প্রস্তুত করে ছয় সপ্তাহের মধ্যে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিট আবেদনের ভিত্তিতে উল্লিখিত নির্দেশনা দেওয়া হয়। বেলা বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন জানান, লাকুটিয়া খালের দুই দিকে দুুটি স্লুইস গেট স্থাপন করায় এটি নাব্য হারায়। ২৫৮ দখলদার খালের ওপর ছোট ছোট স্থাপনা নির্মাণ করেছে। প্রতিদিন বাড়ছে দখলদারের সংখ্যা।

 

সর্বশেষ খবর