সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
বাহুবলে বগি লাইনচ্যুত

ঢাকা-সিলেট রুটে ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের বাহুবলের রশিদপুর স্টেশনের আউটারে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। গতকাল ভোরের এ ঘটনায় এ রুটে ট্রেন চলাচল ১০ ঘণ্টা বন্ধ থাকে। পরে আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে বগিগুলো উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রশিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত জানান, রবিবার ভোর ৪টার দিকে জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। দুপুরে আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে বগিগুলো উদ্ধার করে। বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটগামী আন্তঃনগর পারাবত শায়েস্তাগঞ্জ, ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস শ্রীমঙ্গল, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা কুলাউড়া ও ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

 

সর্বশেষ খবর