বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

চাঁপাইয়ে ঘূর্ণিঝড়ে একজন নিহত, ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড়ের সময় গাছচাপায় সফেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে গতকাল ফের ঘূর্ণিঝড় হয়েছে। একে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও কাঁঠালের। ভণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা। ভোরে উপজেলার ছত্রাজিতপুর, নয়ালাভাঙ্গা, উজিরপুর, পাঁকা,  ঘাৈড়াপাখিয়া ও সদর উপজেলার নারায়ণপুরের উপর দিয়ে বয়ে যায় আকস্মিক এ ঘূর্ণিঝড়।

অন্যদিকে পানি উন্নয়ন  বোর্ডের পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধের দুই পাশে তিন কিলোমিটার জায়গার গাছপালা ভেঙে রাস্তার উপর পড়ে দুর্লভপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের পিয়ার বিশ্বাসের ঘাট পর্যন্ত সড়কটিতে যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। উড়ে গেছে ওই এলাকায় বেশকিছু ঘরের টিনের চালা।

সর্বশেষ খবর