চায়ের নায্যমূল্যের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন পঞ্চগড়ের ক্ষুদ্র চা-চাষিরা। সম্প্রতি মহাসড়কে কাঁচা চা পাতা ফেলে চা কারখানাগুলোর বিরুদ্ধে কয়েকবার প্রতিবাদ জানিয়েছেন তারা। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপিও দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। ক্ষুদ্র চা-চাষিদের অভিযোগ, ব্রিটিশ আমলের নীলকরদের মতো কারখানা মালিকরা তাদের জিম্মি করে ফেলেছেন। নিজেদের বাগানে উৎপাদিত পাতার ৫০-৬০ ভাগই কারখানা মালিকদের বিনা টাকায় দিতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে কাঁচা চা পাতার মূল্য কেজিপ্রতি মাত্র ২০ টাকা দেওয়ায়ও হতাশ কৃষক। কারখানা কর্তৃপক্ষ বলছেন, কৃষকের এই দাবি অযৌক্তিক। তাদের ভাষ্য, যে হারে চা উৎপাদন হচ্ছে সেই তুলনায় কারখানা গড়ে না ওঠায় সমস্যায় পড়েছেন কৃষকরা। সরজমিনে গিয়ে জানা যায়, চা চাষে উৎসাহ হারিয়ে ফেলছেন পঞ্চগড়ের চাষিরা। তারা বলেন, পুরো পঞ্চগড়ে মাত্র ছয়টি চা-কারখানা রয়েছে। এর মধ্যে সচল চারটি। যেখানে আরও অন্তত ১৫/২০টি কারখানা দরকার। প্রক্রিয়াজাতকরণে ছয় কারখানার তুলনায় তিনগুণ পাতা উৎপাদন হচ্ছে। এ সুযোগে কারখানা মালিকরা পাতার দাম অর্ধেকেরও কম দিচ্ছেন। বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসের কর্মকর্তা সুমন শিকদার জানান, এ জেলায় চায়ের আবাদ দিন দিন বাড়ছে। কিন্তু সেই তুলনায় কারখানা হচ্ছে না। সেজন্য কারখানা মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে এ কাজটি করছেন। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড অফিসের তথ্যমতে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত জেলায় বড় বাগানে চা আবাদের জমির পরিমাণ ছিল দুই হাজার ৩২০ একর। ক্ষুদ্রায়তন বাগানে চা চাষ হয়েছে ২৫০ একর এবং ৪৮৩ একর জমিতে রয়েছে ৪৮৩টি ক্ষুদ্র চা বাগান। অথচ পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষের উপযোগী জমি আছে প্রায় ২০ হাজার একর। প্রতিবছর চায়ের আবাদ বাড়লেও সে তুলনায় কারখানা গড়ে উঠছে না। জেলা প্রশাসক অমল কৃষ্ণ জানান, বেসরকারিভাবে টি-বোর্ড আরও দুটি এবং প্রধানমন্ত্রী পঞ্চগড়ে একটি সরকারি চা কারখানা করার অনুমোদন দিয়েছেন। এই কারখানাগুলো স্থাপন হলে ক্ষুদ্র চাষিদের সমস্যা থাকবে না।
শিরোনাম
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
কারখানা মালিকদের কাছে জিম্মি চা চাষিরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর