রাজনগরে জমি নিয়ে বিরোধের জেরে আসুক মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে। পুলিশ জানায়, জমি ভোগদখল নিয়ে আসুক মিয়ার সঙ্গে একই গ্রামের তারা মিয়ার বিরোধ রয়েছে। তারা মিয়ার লোকজন গতকাল বিরোধীয় জমির ধান কাটতে গেলে আসুক মিয়া বাধা দেন। এ সময় তারা মিয়ার ছেলে হুছন, হাছানসহ ১০-১৫ জন তাকে পিটিয়ে জমিতেই ফেলে রাখে। স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎক আসুক মিয়াকে মৃত ঘোষণা করেন।