সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাস জমি আবাদ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সাইফুল (৪৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। সাইফুল উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এর আগে ওই সংঘর্ষের ঘটনায় আহত মকবুল (৪০) নামে এক ব্যক্তি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জানুয়ারি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কওশিক আহমদ জানান, ২১ জানুয়ারি সকালে উপজেলার চর পাঙ্গাসী গ্রামে বিবদমান খাস জমি আবাদ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মকবুল ও সাইফুলসহ ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় মকবুল ও সাইফুলকে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারি মকবুল ও মঙ্গলবার সাইফুলের মৃত্যু হয়। ওসি আরও জানান, ওই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি হাসানুর রহমান হাসুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        