বগুড়ার গাবতলী উপজেলায় দেড়শতাধিক বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় গতকাল মাছ আর মিষ্টিতে চমক দেখানো হয়েছে। মেলায় ওঠা একটি বাঘাইড় মাছের ওজন ছিল ৬৩ কেজি, দাম প্রায় দেড় লাখ টাকা। আর কাতলের ওজন ছিল ২৬ কেজি। এমনকি এক মিষ্টির ওজনও ছিল ১০ কেজি। ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি নিয়ে এসেছিলেন মহিষাবান গ্রামের মাছ ব্যবসায়ী দুখু মিয়া। রাজশাহীর গোদাগাড়ী থেকে আনা মাছটি পদ্মার বলে তিনি জানান। মাছটির দাম ১ লাখ ৬ হাজার টাকা হাঁকা হলেও দুপুরের পর দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। মেলায় বড় মাছ তোলা আর কেনা নিয়ে ছিল একরকম প্রতিযোগিতা। এতে হার-জিৎ না থাকলেও ছিল উৎসবমুখর পরিবেশ। মেলার শেষ দিনে আরও ছিল বোয়াল, কাতল, রুই, পাঙ্গাশ মাছ। একেকটির ওজন ছিল ১ থেকে ৩০ কেজি পর্যন্ত। মাছের পাশাপাশি মাছ আকৃতির ১০ কেজি ওজনের মিষ্টি আর বাঁশ ও কাঠের ফার্নিচার কেনাকাটায় মুখর ছিলেন প্রায় ৩০ গ্রামের মানুষ। গাবতলীর মহিষাবান ইউনিয়নে ইছামতী নদীর শাখা (খাল) সংলগ্ন পোড়াদহ নামক স্থানে প্রতি বছর বসে এ মেলা। প্রায় দেড়শ বছর আগে বগুড়া-চন্দনবাইশা সড়কসংলগ্ন পোড়াদহ খালের পাড়ে এক বিশাল বটতলায় আয়োজন করা হতো সন্ন্যাসী-পূজার। প্রতি বছর মাঘের শেষ বুধবার আয়োজিত এ মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়াবাসীর মিলনমেলা। পোড়াদহে হয় বলে এ মেলার নাম হয়ে যায় পোড়াদহ মেলা। সন্ন্যাসীর মেলা দিয়ে শুরু হয়ে পোড়াদহ মেলা কালের বিবর্তনে এখন বলা হয় মাছের মেলা। স্থানীয়রা বলেন, জামাই মেয়ে মেলা। মেলা ঘিরে আশপাশে প্রায় ৩০ গ্রামের মানুষ মেয়ে ও মেয়েজামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করেন। সঙ্গে নিমন্ত্রিত হন স্বজনরাও। মেলার প্রথম দিনে ছেলেদের ভিড়ে মেয়েরা প্রবেশ করতে পারেন না বলে দ্বিতীয় দিন বউমেলার আয়োজন করা হয়।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
বাঘাইড়ের ওজন ৬৩ কেজি মিষ্টির ওজন ১০ কেজি
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর