বগুড়ার গাবতলী উপজেলায় দেড়শতাধিক বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় গতকাল মাছ আর মিষ্টিতে চমক দেখানো হয়েছে। মেলায় ওঠা একটি বাঘাইড় মাছের ওজন ছিল ৬৩ কেজি, দাম প্রায় দেড় লাখ টাকা। আর কাতলের ওজন ছিল ২৬ কেজি। এমনকি এক মিষ্টির ওজনও ছিল ১০ কেজি। ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি নিয়ে এসেছিলেন মহিষাবান গ্রামের মাছ ব্যবসায়ী দুখু মিয়া। রাজশাহীর গোদাগাড়ী থেকে আনা মাছটি পদ্মার বলে তিনি জানান। মাছটির দাম ১ লাখ ৬ হাজার টাকা হাঁকা হলেও দুপুরের পর দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। মেলায় বড় মাছ তোলা আর কেনা নিয়ে ছিল একরকম প্রতিযোগিতা। এতে হার-জিৎ না থাকলেও ছিল উৎসবমুখর পরিবেশ। মেলার শেষ দিনে আরও ছিল বোয়াল, কাতল, রুই, পাঙ্গাশ মাছ। একেকটির ওজন ছিল ১ থেকে ৩০ কেজি পর্যন্ত। মাছের পাশাপাশি মাছ আকৃতির ১০ কেজি ওজনের মিষ্টি আর বাঁশ ও কাঠের ফার্নিচার কেনাকাটায় মুখর ছিলেন প্রায় ৩০ গ্রামের মানুষ। গাবতলীর মহিষাবান ইউনিয়নে ইছামতী নদীর শাখা (খাল) সংলগ্ন পোড়াদহ নামক স্থানে প্রতি বছর বসে এ মেলা। প্রায় দেড়শ বছর আগে বগুড়া-চন্দনবাইশা সড়কসংলগ্ন পোড়াদহ খালের পাড়ে এক বিশাল বটতলায় আয়োজন করা হতো সন্ন্যাসী-পূজার। প্রতি বছর মাঘের শেষ বুধবার আয়োজিত এ মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়াবাসীর মিলনমেলা। পোড়াদহে হয় বলে এ মেলার নাম হয়ে যায় পোড়াদহ মেলা। সন্ন্যাসীর মেলা দিয়ে শুরু হয়ে পোড়াদহ মেলা কালের বিবর্তনে এখন বলা হয় মাছের মেলা। স্থানীয়রা বলেন, জামাই মেয়ে মেলা। মেলা ঘিরে আশপাশে প্রায় ৩০ গ্রামের মানুষ মেয়ে ও মেয়েজামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করেন। সঙ্গে নিমন্ত্রিত হন স্বজনরাও। মেলার প্রথম দিনে ছেলেদের ভিড়ে মেয়েরা প্রবেশ করতে পারেন না বলে দ্বিতীয় দিন বউমেলার আয়োজন করা হয়।
শিরোনাম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
বাঘাইড়ের ওজন ৬৩ কেজি মিষ্টির ওজন ১০ কেজি
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর