ঝিনাইদহ সদর হাসপাতাল তিন দিন ধরে বিদ্যুিবহীন। তিন দপ্তরের মধ্যে রশি টানাটানির ফলে গত সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম। বিদ্যুতের অভাবে বন্ধ রয়েছে অপারেশন, শিশুদের নেবুলাইজিং, পানি সরবরাহ। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। জানা যায়, হাসপাতালের আন্ডারগ্রাউন্ড কেবল নষ্ট হয়ে যাওয়ায় এ বিদ্যুৎ বিভ্রাট। বার বার তাগাদা দেওয়ার পরও ঝিনাইদহ ওজোপাডিকো, গণপূর্ত ও হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রশি টানাটানির কারণে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। মোমবাতি জ্বালিয়ে ডাক্তাররা রোগী দেখছেন। বিদ্যুৎ না থাকায় সোমবার বিকাল থেকে বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ইমদাদুল হক জানান, তারা চেষ্টা চালাচ্ছেন দ্রুত সমস্যার সমাধান করতে। ঝিনাইদহ গণপূর্ত বিভাগের এসডি প্রকৌশলী রেজা তাইমুর মালিক জানান, আড়াইশ শয্যার নির্মাণ কাজ শেষে ভবন হস্তান্তরের পর হাসপাতালের সব দায়িত্ব তাদের হবে। এখন বিষয়টি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (হিড) দেখছেন। ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘কাজটি আমাদের নয়, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তারা আন্ডারগ্রাউন্ড লাইন মেরামত করে দিলেই আমরা সংযোগ দেব।’ অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মণ্ডল জানান, হাসপাতালে তিন দিন বিদ্যুৎ নেই এটা খুবই কষ্টের। এ ব্যাপারে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবো না। বিদ্যুৎ সরবরাহ যেন দ্রুত স্বাভাবিক হয় সে ব্যাপারে জেলা প্রশাসন চেষ্টা চালাচ্ছে।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল