ঝিনাইদহ সদর হাসপাতাল তিন দিন ধরে বিদ্যুিবহীন। তিন দপ্তরের মধ্যে রশি টানাটানির ফলে গত সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম। বিদ্যুতের অভাবে বন্ধ রয়েছে অপারেশন, শিশুদের নেবুলাইজিং, পানি সরবরাহ। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। জানা যায়, হাসপাতালের আন্ডারগ্রাউন্ড কেবল নষ্ট হয়ে যাওয়ায় এ বিদ্যুৎ বিভ্রাট। বার বার তাগাদা দেওয়ার পরও ঝিনাইদহ ওজোপাডিকো, গণপূর্ত ও হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রশি টানাটানির কারণে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। মোমবাতি জ্বালিয়ে ডাক্তাররা রোগী দেখছেন। বিদ্যুৎ না থাকায় সোমবার বিকাল থেকে বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ইমদাদুল হক জানান, তারা চেষ্টা চালাচ্ছেন দ্রুত সমস্যার সমাধান করতে। ঝিনাইদহ গণপূর্ত বিভাগের এসডি প্রকৌশলী রেজা তাইমুর মালিক জানান, আড়াইশ শয্যার নির্মাণ কাজ শেষে ভবন হস্তান্তরের পর হাসপাতালের সব দায়িত্ব তাদের হবে। এখন বিষয়টি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (হিড) দেখছেন। ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘কাজটি আমাদের নয়, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তারা আন্ডারগ্রাউন্ড লাইন মেরামত করে দিলেই আমরা সংযোগ দেব।’ অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মণ্ডল জানান, হাসপাতালে তিন দিন বিদ্যুৎ নেই এটা খুবই কষ্টের। এ ব্যাপারে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবো না। বিদ্যুৎ সরবরাহ যেন দ্রুত স্বাভাবিক হয় সে ব্যাপারে জেলা প্রশাসন চেষ্টা চালাচ্ছে।
শিরোনাম
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া