Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১১ জুন, ২০১৭ ২৩:৩০

হত্যা মামলার আসামি নিয়ে এমপির ইফতার

বরগুনা প্রতিনিধি

হত্যা মামলার আসামি নিয়ে এমপির ইফতার

বরগুনার বামনায় হত্যা মামালার চার্জশিটভুক্ত পলাতক আসামি মো. হেমায়েত মোল্লা (২৫) কে সঙ্গে নিয়ে ইফতার পার্টিতে যোগ দিয়েছেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। একই সঙ্গে এমপি তার গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রোগ্রামে। এ ঘটনায় এমপি রিমনের প্রতি চাপা ক্ষোভে ফেটে পড়েছেন বামনা উপজেলার জনগণ। সূত্র জানায়, পাথরঘাটা ও বামনায় আওয়ামী লীগ আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য এমপি রিমন হত্যা মামলার আসামি হেমায়েতকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বামনা ও পাথরঘাটায় নিয়ে আসেন। বরগুনা ২ আসনের সংসদ সদস্য হেমায়েত মোল্লাকে নিজ গাড়িযোগে গত শুক্রবার পাথরঘাটা এবং শনিবার বামনা উপজেলা আওয়ামী লীগের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। এমন কি এমপি রিমন ও হত্যা মামলার আসামি হেমায়েত মোল্লা পাশাপাশি বসে হাজার হাজার নেতা-কর্মীর সঙ্গে ইফতার গ্রহণ করেন। শনিবারের বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে হত্যা মামলার আসামিকে নিয়ে এমপি রিমন অংশগ্রহণ করায় অনেক নেতা-কর্মী প্রতিবাদ জানান। এ নিয়ে নেতা-কর্মী, সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। উল্লেখ্য, গত ০৪-০৮-২০১৪ সালে জেলা প্রশাসকের স্প্রিডবোট চালক মো, আঃ জব্বার খানকে সন্ধ্যা রাতে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মোঃ হেমায়েত মোল্লা বহুদিন পলাতক ছিলেন। হেমায়েত পশ্চিম সফিপুর গ্রামের মৃত কালাই মোল্লার পুত্র।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর