বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিজের বিয়ে ঠেকাল তারিনা

নাটোর প্রতিনিধি

বাল্যবিয়ে থেকে নিজেকে রক্ষা করল তারিনা খাতুন (১৪)। সে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। জানা যায়, উপজেলার চাপিলা ইউনিয়নের বাকিবেগপুর গ্রামের মজনু শেখের মেয়ে তারিনা। পাশের সিংড়া উপজেলার কলম গ্রামের রাজমিস্ত্রি আবদুল খালেকের সঙ্গে মঙ্গলবার তার বিয়ের দিন ধার্য হয়। তারিনা জানায়, তার মত না নিয়েই তাকে বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের এক দিন আগে সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউপি মেম্বার রাইমন বেগমের সঙ্গে গুরুদাসপুর থানায় এসে পুলিশের সহযোগিতায় তার বিয়ে ঠেকাতে সক্ষম হয়। তারিনার মা মাজেদা বেগম বলেন, তিনি পরের বাড়িতে কাজ করেন এবং তার স্বামী দিনমজুর। তিন মেয়ে নিয়ে পাঁচ সদস্যের অভাবের সংসার। বড় মেয়ে নূপুর এইচএসসি পাস করে ঢাকায় গার্মেন্টে চাকরি করে।

মেজ মেয়ে তারিনা ও ছোট মেয়ে তাহমিনা একসঙ্গে চাপিলা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। এ অবস্থায় ভালো একটি বিয়ের সম্বন্ধ এসেছিল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর