মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘কৃষকের উৎপাদন খরচ কমাতে কাজ করছে সরকার ’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান সরকার উৎপাদনমুখী কৃষি ব্যবস্থাপনা চালু করেছে। কৃষকের জমি চাষ ও উৎপাদন খরচ কিভাবে কমানো যায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গতকাল সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহাদারা মান্নান, নিখিল চন্দ্র বিশ্বাস, আব্দুল খালেক দুলু, আজাহার আলী মন্ডল, সাইফুল ইসলাম দুখু, জিন্না মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত জামিল। 

সর্বশেষ খবর