বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ট্রাকচাপায় তিন কলেজছাত্র নিহত

সড়কে বিভিন্ন স্থানে আরও ৬ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল তিন কলেজছাত্রের। পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। প্রতিনিধিদের পাঠানো খবর-  নওগাঁ : মহাদেবপুর উপজেলার মহিষবাথান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-  উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রুহানী ইসলাম (১৯) ও আবদুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)। মহাদেবপুর থানার ওসি জানান, নিহত তিনজনই এইচএসসির ছাত্র। দুর্ঘটনার সময় তারা বিজয়পুর গ্রাম থেকে মোটরসাইকেলে মহাদেবপুর উপজেলার দিকে আসছিলেন। পাবনা : শহরের চাঁদমারী এলাকায় গতকাল ব্যাটারিচালিত আটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন-  জেলা সদরের বলরামপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ওয়ালিদ হোসেন ওরফে অলিব (২০) ও তার ভাই শফিকুলের ছেলে প্রান্ত (১৫)। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার হারদি এলাকায় গতকাল মা-বাবার সামনেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হলো ছয় মাস বয়সী শিশু জুনায়েদ। জুনায়েদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের মিন্টুর দত্তক পুত্র। সকালে মিন্টু তার স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া থেকে মালিহাদ গ্রামে ফিরছিলেন। পথে ট্রাক্টরের ধাক্কায় শিশুটি রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। দিনাজপুর : দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলের নিজামপুর তেঁতুলতলা নামক স্থানে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আনোয়ার (৫০) দিনাজপুরের বিরল উপজেলার মুটুকপুর গ্রামের তমিজউদ্দিনের ছেলে। রংপুর : তারাগঞ্জে বাসচাপায় আদেল হোসেন (৩৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের খয়ের উল্লার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় গতকাল বাসের চাপায় মারা গেছেন শরীফ মিয়া (১৮) নামে এক কিশোর। তার বাড়ি কসবা উপজেলার বাদৈর গ্রামে।

সর্বশেষ খবর