সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হত্যা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরখাদা এলাকায় নাঈম শেখ নামে এক যুবক খুনের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে গতকাল পাল্টাপাল্টি মিছিল ও মানববন্ধন হয়েছে। নগরীর পিকচার প্যালেস মোড়ে ছাগলাদাহ ইউনিয়নবাসীর ব্যানারে সকালে মানববন্ধন করে স্থানীয় ছাত্রলীগ ও নিহতের পরিবারের সদস্যরা। অপরদিকে এ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলামকে ফাঁসানো হচ্ছে দাবি তুলে প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে তারা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান বলেন, ‘নির্বাচনী দ্বন্দ্বের জেরে দীন ইসলামকে ফাঁসানো হয়েছে।’ এ সময় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, গত ৭ আগস্ট দিবাগত রাতে তেরখাদার পহরডাঙ্গা গ্রামে ঘরে ঢুকে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার বাবা পিরু শেখকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নিহতের মা ১৭ জনের নামে থানায় মামলা করেন। পুলিশ খুনের পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান দীন ইসলামকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর