মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় দুজনের মৃত্যু

মাদারীপুর ও সোনারগাঁ

মাদারীপুর ও সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল চিকিৎসায় অমান্তিকা নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। অমান্তিকার স্বামী পিন্টু মিয়া জানান, গত শুক্রবার বিকালে তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত গাইনি ডাক্তার নুরজাহান তাকে সিজার করতে হবে জানান। ওই দিন সন্ধ্যায় সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন অমান্তিকা। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার সকালে তাকে নারায়ণগঞ্জ কেয়ার হাসপাতালে নিতে বলেন ডাক্তার নুরজাহান। সেখানে ২ দফা অপারেশন করেন তিনি। এরপর অমান্তিকার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত ঢাকায় নিতে বলা হয়। শনিবার রাতেই স্বজনরা রোগীকে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে সেখানে সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে অভিযুক্ত ডা. নুরজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, মাদারীপুরের কালকিনিতে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় গোপাল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম এলাকার পূর্ণচন্দ্র মল্লিকের ছেলে গোপাল দীর্ঘদিন ধরে শরীরে ব্যথা ও একটি ফোঁড়া নিয়ে ভুগছিলেন। তাকে গ্রাম্য ডা. অমল বাড়ৈ ওরফে দেবুর কাছে চিকিৎসা করানোর জন্য গত শুক্রবার সকালে নিয়ে যাওয়া হয়। তিনি গোপালকে ২টি ইনজেকশন ও বিভিন্ন ওষুধ দেন।

সর্বশেষ খবর